রাউজানে পবিত্র শবে মেরাজের রাতে নফল রোজা রাখার জন্য সেহেরি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রওশন আরা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত রওশন আরা বেগম রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া গ্রামের হযরত মাওলানা এজাবত উল্লাহর বাড়ির মুছা আলমের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে শবে মেরাজ উপলক্ষে নফল নামাজ আদায় শেষে পরদিন রোজা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন রওশন আরা। সেহেরি তৈরির জন্য রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করতে গেলে অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন শরীরে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।৩












