রান্নাঘর স্যাঁতসেঁতে, পোড়া তেল দিয়ে খাবার তৈরি

হাটহাজারীতে খাদ্যের দোকানকে অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৫ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে ‘আল ফয়েজ ফাস্ট ফুড এন্ড বিরানী হাউজ’-এ আকস্মিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জানান, পৌরসদরের কাচারী সড়কে আল ফয়েজ হোটেলে আজ মঙ্গলবার আকস্মিক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এই খাদ্যের দোকানে আকস্মিক পরিদর্শনকালে খাবার তৈরি ও পরিবেশন প্রক্রিয়ার তৃতীয় তলায় অবস্থিত রান্নাঘরটি খুবই স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। তাছাড়া পোড়া তেল ও দুর্গন্ধযুক্ত সস দিয়ে খাবার তৈরি করতে দেখা যায়। এজন্য তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ ও মৃত্যুর গতি কমেছে
পরবর্তী নিবন্ধএডিবি প্রতিনিধি দলের রাঙামাটি সফর