রানের শীর্ষে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়ে ছিল অনিশ্চিয়তা। মাহমুদউল্লাহ রিয়াদকে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল বাংলাদেশ স্কোয়াডে। অনেক আলোচনা সমালোচনার মাঝে বিশ্বকাপ খেলতে এসে শেষটা রাঙ্গিয়ে গেলেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্ট শেষে ৩২৮ রান নিয়ে তিনিই এখন এবারের আসরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি ৮ ম্যাচেই একাদশে ছিলেন তিনি। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি। মোট ৭ ইনিংসে মাহমুদউল্লাহর রান ৩২৮, যা অন্য সব ব্যাটারদের চেয়ে বেশি। দলের একমাত্র ব্যাটার হিসেবে ৩০০ রান পার করেছেন তিনি। বল খেলেছেন ৩৫৮টি, গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২ যা দলের দ্বিতীয় সর্বোচ্চ, চার মেরেছেন ২৮টি, ছক্কা ১৪টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরির মালিকও মাহমুদউল্লাহ, খেলেছেন ১১১ রানের দারুণ একটি ইনিংস। বিশ্বকাপে তার সেঞ্চুরি সংখ্যা ৩টি, যা দলের পক্ষে সর্বোচ্চ। একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশী ক্রিকেটারও তিনি। বাংলাদেশের হয়ে রান সংগ্রাহকের দিক দিয়ে দ্বিতীয় স্থানে ওপেনার লিটন দাস। ৯ ম্যাচে লিটন করেছেন ২৮৪ রান, সর্বোচ্চ স্কোর ৭৬, গড় ৩১.৫৫। লিটনের পরে আছেন নাজমুল হোসেন শান্ত, তার রান ৯ ম্যাচে ২২২ রান। এরপর আছেন মুশফিকুর রহিম, ৯ ম্যাচে করেছেন ২০২ রান, মেহেদী হাসান মিরাজ করেছেন ৯ ম্যাচে ২০১ রান। সাকিব আল হাসান করেছেন ৭ ম্যাচে ১৮৬ রান, তামিম করেছেন ৯ ম্যাচে ১৪৫ রান। তৌহিদ হৃদয় ৭ ম্যাচে করেছেন ১৬৪ রান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে জেলা পর্যায়ের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্বকাপের লিগ পর্ব