রানের পাহাড় টপকে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১০ তে এগিয়ে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরির ওপর ভর করে রানের পাহাড় টপকে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজটি এখন দুই ম্যাচের। আর সে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ দুর্দান্ত এক জয় তুলে নিয়ে।

টসে হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম ওভারেই হারায় পল স্টার্লিংকে। ১৬ রানে ফিরেন আরেক ওপেনার ডুহানিও। এরপর ৯৮ রান যোগ করেন বিলবার্নি এবং ট্রাক্টর। ৪২ রান করে ফিরেন বিলবার্নি। এরপর ১৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া আয়ারল্যান্ডকে টেনে তোলেন ট্যাক্টর এবং ডতরেল। ষষ্ঠ উইকেটে এ দুজন যোগ করেন ১১৫ রান। ১১৩ বলে ৭টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ১৪০ রান করা ট্যাক্টর ফিরলে ভাঙে এ জুটি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ডকরেল। তিনি করেন ৪৭ বলে ৭৪ রান। মেরেছেন তিনটি চার এবং চারটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম।

৩২০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ৭ রান করে ফিরেন তামিম। আরেক ওপেনার লিটন দাশও পারেননি দলকে টানতে। তিনি ফিরেন ২৩ রান করে। প্রয়োজনের সময় ব্যর্থ হলেন সাকিবও তিনি আউট হয়েছেন ২৬ রান করে। ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন চাপে তখন হাল ধরেন দুই তরুণ শান্ত এবং হৃদয়। দুজন মিলে চতুর্থ উইকেটে ১৩১ রান যোগ করেন। ৫৮ বলে ৬৮ রান করা হৃদয়কে ফিরিয়ে এজুটি ভাঙেন ডকরেল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত আর এগুতে পারলেননা বেশিদূর। ফিরেছেন ১১৭ রান করে। তার ৯৩ বলের ইনিংসে ১২ টি চার এবং তিনটি ছক্কার মার ছিল। মুশফিক এবং মিরাজ মিলে রান আর বলের ব্যবধান কমিয়ে এনেছিল। কিন্তু ১২ বলে ১৯ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেন মিরাজ। কিন্তু মুশফিক ছিলেন আস্থায় অবিচল। ১১ বলে যখন ১১ রান দরকার তখন ফিরেন তাইজুল। তবে মুশফিক দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। শেষ ওবারে দরকার ছিল ৫ রান। চার মেরে মুশফিক দরকে জেতান তিন বল হাতে রেখে। ৩৬ রানে অপরাজিত থাকেন মুশফিক।

পূর্ববর্তী নিবন্ধআপসে বিরোধ নিষ্পত্তি
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪