ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারলেন না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে স্বাগতিকরা গুটিয়ে গেল দুই সেশনেই। পরে আবিদ আলি ও ইমরান বাটের ব্যাটে দৃঢ় ভিত পেল পাকিস্তান। সে ভি।ত থেকে এখন রানের পাহাড়ের দিকে এগুচ্ছে বাবর আজমের দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টেস্টের প্রথম দিন গত বৃহস্পতিবার জিম্বাবুয়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৬ রানে। পাকিস্তান দিন শেষ করেছিল বিনা উইকেটে ১০৩ রান তুলে। গতকাল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তান সংগ্রহ করে ৪ উইকেটে ৩২৯।
টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের বেশিরভাগ ব্যাটসম্যানই আউট হন বাজে শট খেলে। পঞ্চাশ ছাড়াতে পারে কেবল তাদের একটি জুটি। সর্বোচ্চ ৪৮ রান করেন অভিষিক্ত রয় কাইয়া। হাসান ও আফ্রিদি দুজনই নেন ৪টি করে উইকেট। টেস্ট শুরুর আগের দিনই বড় এক ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক শন উইলিয়ামস। নিজের শেষ পাঁচ টেস্ট ইনিংসে যিনি সেঞ্চুরি করেছেন তিনটি। স্বাগতিকরা উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। হাসানের বলে বোল্ড হয়ে যান কেভিন কাসুজা। আফ্রিদির কিছুটা বাড়তি বাউন্সে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন আরেক ওপেনার প্রিন্স মাসভাউরে। উইকেটে সেট হয়ে ফেরেন তারিসাই মুসাকান্দা। এরপর অধিনায়ক ও দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ফিরেন বাজে শট খেলে ।
বিরতির পর রান আউটে কাটা পড়েন শুম্বা। ৫০ বলে ৫টি চারে তিনি করেন ২৭ রান। ভাঙে ৫৯ রানের জুটি। ফিফটি থেকে ২ রান দূরে থাকতে হাসানের দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউ হন কাইয়া। ৯৪ বলে ৭টি চারে গড়া তার ৪৮ রানের ইনিংসটি। এরপর শেষ তিনটি উইকেট নেন আফ্রিদি। ৪৭ বলে ৪টি চারে ২৮ রানে অপরাজিত ছিলেন ডোনাল্ড টিরিপানো।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাবধানী ছিলেন আবিদ ও বাট। যদিও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ইমরান বাটকে। ৯১ রান করে ফিরেছেন এই ওপেনার। আরেক ওপেনার আবিদ আলি ফিরেছেন ৬০ রান করে। অধিনায়ক বাবর আজম রানের খাতা খোলার আগেই ফিরলেও ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দারুনভাবে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ফাওয়াদ আলম ৮৭ রানে এবং রিজওয়ান ৪৫ রানে অপরাজিত ছিলেন।