রানীর দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার রানীর দীঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শাহ আমানত মাজারের বদর শাহ পুকুর থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ব্রি ধান ২৮-এ নেক ব্লাস্ট রোগ
পরবর্তী নিবন্ধঢাবির ৪ ইউনিটের পরীক্ষা হবে চবিতে