রানি এলিজাবেথের উইল গোপন থাকবে অন্তত ৯০ বছর

| বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের উইল কী আছে? একজন সাধারণ মানুষ হিসেবে যদি আপনি তা জানতে চান তবে আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত ৯০ বছর।
এমন ইচ্ছাই জানিয়ে গেছেন রানি। ফলে তিনি কত সম্পদের মালিক ছিলেন, সেগুলোর উত্তরাধিকারী কে কে হচ্ছেন তার কিছুই এখন জানা সম্ভব না। রানির উইল লন্ডনে একটি অজ্ঞাতস্থানে একজন বিচারকের তত্ত্বাবধানে রাখা আছে। শুধু রানির নয় বরং রাজপরিবারের আরও ৩০টির বেশি উইল গোপন কোনও কুঠুরিতে সিলগালা করে রাখা আছে। খবর বিডিনিউজের।
ব্রিটিশ রাজপরিবারে ১৯১০ সালে সর্বপ্রথম প্রিন্স ফ্রান্সিসের উইল গোপন রাখা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রিন্স ফ্রান্সিস ছিলেন রাজা পঞ্চম জর্জের স্ত্রী রানি মেরির ছোট ভাই।
রানি মেরি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের দাদি ছিলেন। প্রিন্স ফ্রান্সিস যখন মারা যান, তখন তার বয়স ছিল ৪০ বছর। তার উইলের সঙ্গে ৩০টি খামও গোপন রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা হেলথ ক্যাম্প