ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ইংলিশ, নর্দার্ন আইরিশ ও স্কটিশ ফুটবল টুর্নামেন্টের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ এমনটাই জনিয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে ১০টি প্রিমিয়ার লিগ ও ছয়টি স্কটিশ প্রিমিয়ার লিগের ম্যাচও আছে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাষ্ট্রজুড়ে শোক পালন করা হচ্ছে। যার প্রভাব পড়েছে খেলার ইভেন্টগুলোতেও। স্থগিত করা হয়েছে বেশিরভাগ ইভেন্ট।
এদিকে গতকাল শুক্রবার গলফের পিজিএ চ্যাম্পিয়নশিপের খেলাও স্থগিত রাখা হয়েছে।