রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো চট্টগ্রামকে

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

না স্বপ্ন পূরণ হলোনা। কাটলনা ২১ বছরের শিরোপা খরা। জেতা হলোনা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা। ফিরতে হলো রানার্স আপ ট্রফি নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত দেশের সেরা জেলা ফুটবল দল হওয়ার লড়াই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েও শিরোপা জেতা হলোনা চট্টগ্রাম জেলা দলের। ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী দলের কাছে ৪২ গোলে হেরে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হলো চট্টগ্রাম জেলা দলকে। ঢাকার কমলাপুর শহীদ বীরশ্রেষ্ট মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকালের ফাইনালে দারুণ লড়াই করেও জিততে পারলনা চট্টগ্রাম। শিরোপা অক্ষুণ্ন রাখল সেনাবাাহিনী দল। দুর্দান্ত দল হিসেবে আবারো শিরপো নিজেদের করে নিল সেনাবাহিনী। টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে দু দলের দেখায় সেনাবাহিনী জিতেছিল ৪০ গোলে। তবে গতকাল দুটি গোল পরিশোধ করতে পেরেছে চট্টগ্রাম জেলা দল।

যদিও ম্যাচের শুরু থেকেই বেশ ভালই লড়াই করেছে চট্টগ্রাম জেলা দল। কিন্তু গোল হজম করে ফেলে খেলার ৬ মিনিটে ইমরান এবং ২৫ মিনিটে ইমতিয়াজ দুই গোল করলে ২০ ব্যবধানে এগিয়ে যায় সেনাবাহিনী। আর সে ব্যবধানে প্রথমার্ধ শেষ করে তারা।

দলের অধিনায়ক এবং গোল রক্ষক উত্তম বড়ুয়া আঘাত পেলে আরো চাপে পড়ে চট্টগ্রাম জেলা দল। শেষ পর্যন্ত সে চাপ থেকে বের হতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে চট্টগ্রাম জেলা দল। পেনাল্টি থেকে মামুন গোল করলে ব্যবধান দাড়ায় ৩০। বোরহান চট্টগ্রামের পক্ষে একটি গোল পরিশোধ করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩১। এরপর সেনাবাহিনীর সোহাগ গোল করে। অপরদিকে চট্টগ্রাম জেলা দলের পক্ষে পেনাল্টি থেকে সজিব গোল করলে ৪২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম জেলা দলকে। ফলে দীর্ঘ দিনের শিরোপা খরা আর কাটা হলোনা চট্টগ্রামের।

এবারের বঙ্গবন্ধু জাতিয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই বেশ ভালই খেলছিল চট্টগ্রাম। তাই প্রত্যাশাও ছিল বাড়তি। কিন্তু শেষ পর্যন্ত সে প্রত্যাশা পূরণ করতে পারলনা ফুটবলাররা। এদিকে টুর্নামেন্টের রানার্স আপ দল চট্টগ্রাম ট্রফি ছাড়া পেয়েছে দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন দল পেয়েছে তিন লক্ষ টাকা এবং ট্রফি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী দলের ইমতিয়াজ। আর টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা দলের অধিনায়ক এবং গোল রক্ষক উত্তম বড়ুয়া।

এদিকে প্রত্যাশা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারলেও হতাশ নন দলের কোচ তৌহিদুল আলম সিদ্দিকী এবং ম্যানেজার সালাউদ্দিন জাহেদ। তারা বলেন চেষ্টা ছিল শিরোপা জেতার। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি। দলেল খেলোয়াড়রা বেশ ভাল খেলেছে। কিন্তু সময় মত গোল আদায় করে নিতে পারেনি।

ফলে শিরোপাটা জেতা হয়নি। তবে দীর্ঘ দিন পরে দেশের দ্বিতীয় সেরা দল হওয়াটাও কম গৌরবের নয়। যা হয়তো আগামীতে আরো এগিয়ে যাওয়ার প্রেরনা যোগাবে চট্টগ্রাম জেলা দলকে। সামনের আসর গুলোতে আরো ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন দলের কোচ এবং ম্যানেজার।

পূর্ববর্তী নিবন্ধএবার বিমানেই ডমিনিকা থেকে গায়ানা গেল বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধসাকিবের বিশ্বরেকর্ড