প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে আবাহনী আগেই। এখন লড়াই চলছে রানার্স আপ ট্রফি এবং রেলিগেশন দলের জন্য। রানার্স আপ ট্রফির লড়াইয়ে আপাতত এগিয়ে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারপরও অপেক্ষা করতে হবে মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটির জন্য। এই ম্যাচে যে দল জিতবে তারই হবে এবারের লিগের রানার্স আপ। যদি কোন কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র রানার্স আপ হবে। কারণ লিগের দশ রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে মুক্তিযোদ্ধা। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাদার্স। গত মঙ্গলবার নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখার ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪৯ রানে হারিয়েছে ইস্পাহানী এস সি কে।
এম এ আজিজ স্টেডিয়ামে সকালে টসে হেরে ব্যাট করতে নামা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শুরুটা ভাল করতে পারেনি। ২২ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর বলতে গেলে তেমন বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি। তবে অধিনায়ক সৌরভ লড়াই করে গেছেন একাই। তাকেও তেমন যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। মূলত সৌরভের অপরাজিত ৭২ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১৯৬ রানে থামে মুক্তিযোদ্ধার ইনিংস। ১৩৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন সৌরভ। এছাড়া দলের পক্ষে ইমরান ১৮, বাপ্পা ২০, জোবাইরুল ২৯ এবং মোরসালিন করেন ১৩ রান। ইস্পাহানীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শিবলি এবং নাইমুদ্দিন।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা ইস্পাহানী স্পোর্টিং ক্লাব ১২ রানে হারায় দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে তৌসিফ এবং শুভ্র যোগ করেন ৫৩ রান। কিন্তু এজুটি ভাঙ্গার পর পথ হারায় ইস্পাহানী এস সি। তৌসিফ ৫৭ বলে ৪৭ এবং শুভ্র ৫০ বলে ৩৪ রান করে ফিরলে আর ঘুরে দাড়াতে পারেনি ইস্পাহানী। এরপর বাকিরা তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে ৪৪.৩ ওভারে ১৪৭ রান করে অল আউট হয় ইস্পাহানী। দলের পক্ষে অন্যান্যের মধ্যে ইমরুল ১৬, সোহেল ১৭, সাকিব করেন ১৭ রান। মুক্তিযোদ্ধার পক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন মোরসালিন মুরাদ। ৩টি উইকেট নিয়েছেন ওবায়দুল্লাহ।