সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা জয় দিয়ে শেষ করেছে এবারের লিগ। গতকাল দু’দলের শেষ খেলায় পটিয়া ৩-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। ৯ খেলা শেষে তাদের পয়েন্ট হয়েছে ১৯। এ জয়ে লিগ রানার্স আপের দৌড়ে এগিয়ে গেল পটিয়া উপজেলা। তবে লিগে রানার্স আপের প্রতিযোগিতায় তাদের সাথে আছে কর্ণফুলী ক্লাব এবং কল্লোল সংঘ। এ দুই দলের পয়েন্ট ৮ খেলায় ১৬। দু’দল আগামী ৭ ডিসেম্বর পরস্পরের মোকাবেলা করবে। সে খেলা ড্র হলে রানার্স আপ হবে পটিয়া উপজেলা। আর ড্র না হলে যে দল জয়ী হবে তাদের পয়েন্টও হবে তখন ১৯। সে ক্ষেত্রে রানার্স আপ নির্ধারণের জন্য প্লে অফ ম্যাচ খেলতে হবে পটিয়া এবং জয়ী দলকে। গতকালের পরাজিত দল আগ্রাবাদ কমরেড ক্লাব ৯ খেলা শেষে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী হিসেবে তারা প্রথম বিভাগ থেকে নেমে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলবে।
গতকালের খেলায় শুরু থেকেই পটিয়া উপজেলা বেশ দাপট দেখিয়ে খেলতে থাকে। খেলার প্রথমার্ধেই তারা তিন গোলে এগিয়ে যায়। তাদের পক্ষে খেলার ২০ মিনিটে গোল করেন নিকশন চাকমা (১-০)। খেলার ৪০ মিনিটের সময় মিল্টন মিয়া বক্সে ঢুকে কিপারকে পরাভূত করে। পটিয়া এগিয়ে যায় ২-০ গোলে। ৩ মিনিট বাদে আবারো গোল পায় পটিয়া। এবার তামিম সরকার গোল করেন (৩-০)। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে পটিয়া আক্রমণ ধারা বজায় রাখে। এ থেকে ৮ মিনিটে মো. মুসা বারের সামনে থেকে একেবারে নিশ্চিত গোল মিস করে হতভম্ব হয়ে যান। সাইডবারের পাশ দিয়ে চলে যায় বল। এরপর আরো ৩টি গোলের সুযোগ নষ্ট করে তারা। যা থেকে গোল হতে পারতো। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় নিকশন চাকমা। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল ৬ ডিসেম্বরে কল্লোল সংঘ বনাম কর্ণফুলী ক্লাব এবং শতদল ক্লাব বনাম বাকলিয়া একাদশ এর মধ্যেকার খেলা দুটি বডিলি শিফট হয়ে পরদিন ৭ ডিসেম্বর যথাক্রমে বিকাল ৩ টা এবং বিকাল ৫টায় এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।