রানওয়েতে হঠাৎ শেয়াল, ২৬ মিনিট দেরিতে ফ্লাইট উড্ডয়ন

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটটি যখন ঢাকার পথে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রানওয়েতে চলে আসে একটি শেয়াল। আর এই শিয়ালের জন্যই ২৬ মিনিট দেরিতে ফ্লাইটটি আকাশে ওড়ে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম খলিল দৈনিক আজাদীকে জানান, যেকোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে বিমানবন্দরের ‘অপারেশন জিপ’ রানওয়ে পরিদর্শন করে। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটটি উড্ডয়নের আগেও পরিদর্শন করে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু একেবারে ফ্লাই করার আগমুহূর্তে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল রানওয়েতে ঢুকে পড়ে। পাইলট কন্ট্রোল রুমে তথ্যটা জানানোর পর দ্রুত সেটিকে তাড়িয়ে দেওয়া হয়।

তিনি জানান, বিভিন্ন সময়ে রানওয়েতে কুকুর চলে আসে। কিন্তু শেয়াল আসার ঘটনা খুবই বিরল। ফ্লাইটটি পরে বেলা ১২টা ৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এ ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বা ডোমেস্টিক রোডের আর কোন ফ্লাইট চলাচলে প্রভাব ফেলেনি বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধমুদি দোকান থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার, তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদল মনোনীত প্রার্থী ঠেকাতে একাট্টা বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী