রাধু দে

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজু দে এর মাতা রাধু দে (৭২) পরলোক গমন করেছেন। তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার কধুরখীল গ্রামের প্রয়াত বনমালী দে এর সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাসিনা বেগম