রাত-দিন কাটা হচ্ছে ফসলি জমির মাটি

কমছে উর্বরতা, আনোয়ারায় জড়িত সিন্ডিকেট

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় বিভিন্ন ইউনিয়নে ফসলি জমির টপ সয়েল কাটার অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে জমির উর্বরতা হ্রাসসহ স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের লোকজন কৃষকদের নানাভাবে প্রলুব্ধ করে রাত-দিন মাটি কাটলেও এসব প্রতিরোধে প্রশাসন তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে ইউএনও বলেছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ৬ জানুয়ারি বারশত চালিতাতলী মিন্নত আলী হাট এলাকায় স্থানীয় আবু সায়েদের পুত্র ওবাইদুল কাদের সুজাত তাদের জমি থেকে স্থানীয় সিন্ডিকেট টপ সয়েল বিক্রি করে দিচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদকে নালিশ দেন। পরবর্তীতে ইউএনও অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করলেও বর্তমানে দুধকুমড়া, বোয়ালিয়া, জুঁইদন্ডী, বারখাইন, পরৈকোড়াসহ বিভিন্ন ইউনিয়নে রাত-দিন মাটি কাটা চলছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বারশত ইউনিয়নের চালিতাতলী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০-১৫ জন লোক কয়েকটি ফসলি জমির টপ সয়েল কাটছেন। ৬টি ট্রাকে এসব মাটি ভিটে ভরাট ও ইটভাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া বটতলীতে বিলের মাঝে মাটি কাটার যন্ত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, সরকার দলীয় প্রভাবশালী দুই নেতার নেতৃত্বে গত ২ মাস ধরে এলাকায় ফসলি জমির টপ সয়েল কাটা হচ্ছে। তবে এ ব্যাপারে প্রশাসনিক কোনো তৎপরতা নেই। স্থানীয় বাসিন্দা ওবাইদুল কাদের সুজাত বলেন, আমাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করায় সিন্ডিকেটের লোকজন মুঠোফোনে আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্‌ বলেন, মাটি কাটার ব্যাপারে এলাকাবাসীর কোনো অভিযোগ পাইনি। তারপরও আমি খোঁজখবর নিচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, ফসলি জমির টপ সয়েল কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধযাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাইরু রিসোর্টের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা