রাত জাগতে হবে না স্টেশনে

৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট ।। ১০ আন্তঃনগর, মেইল ও স্পেশালসহ প্রতিদিন ১৪ হাজার টিকিট বিক্রি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। মোট ৫দিন যাত্রীদের মাঝে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সকল প্রস্ততি নেয়া হয়েছে। তবে এবার ঈদের অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের রাত জেগে স্টেশনে অবস্থান নিতে হবে না। এবার ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত ২১ মার্চ রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী। ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ

নেয়ায় যাত্রীরা নিজ নিজ বাসাবাড়িতে বসে অনলাইনে প্রয়োজন মত টিকিট কাটতে পারবেন।

ঈদে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতির ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ৭ এপ্রিল থেকে ৫দিন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবার যেহেতু শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ঘোষণা দেয়া হয়েছে তাই স্টেশনে আগের মতো ভীড় হবে না। রাত জেগে যাত্রীদের অপেক্ষাও করতে হবে না।

চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগিসহ মিলে প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ হাজারের মতো টিকিট বিক্রি হবে। শুধুমাত্র ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট হবে অনলাইনে। অন্যান্য মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি হবে।

প্রতি বছর ট্রেনের ঈদের অগ্রিম টিকিটের জন্য শত শত যাত্রী আগের দিন রাত থেকেআবার ঈদের একদুইদিন আগের টিকিটের জন্য আগের দিন সন্ধ্যা থেকে স্টেশনে গিয়ে অবস্থান নিতেন। এবার সেই বিড়ম্বনা এবং দুর্ভোগ থেকে বাঁচবেন যাত্রীরা। তবে অনলাইনে যাত্রীরা ঠিক মতো টিকিট কাটতে পারবেন কিনা অনেকেই এখন থেকে আশংকা প্রকাশ করছেন। তারা বলছেন, সবাই যখন এক সাথে টিকিটের জন্য সার্ভারে ক্লিক করবেন তখন সার্ভার ঠিক মতো কাজ করবে কিনা যাত্রীরা সেই শংকা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখেলতে খেলতে গর্তে পড়ে মৃত্যু !
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার প্রশংসায় ব্লুমবার্গ