পিঙ্গল জীবনের চড়া দামে
দু‘হাতে চুইয়ে পড়া প্রার্থনায়
তোমাকে দেখি ভোরের শিশিরের
মতো মুক্তোদানায়, কোনো মাহেন্দ্রক্ষণে
ঘুম ভেঙে গেলে অব্যক্ত ব্যথায় চমকে উঠি।
অথচ দরজার কপাটে রাত্রি শুকাই
দেরাজে দেরাজে ভাঁজ করি শোক।
অহংকারের পোশাক, অলংকার
বেলীফুলের মোদিরাবৃত ঘ্রাণ খোঁজে,
অপেক্ষা রাত্রিরা অনিবার্য কান্নায়;
হায়! প্রত্যাশিত মুহূর্তের ছোঁয়ায়
কেবলই নীল বিষে কুঁকড়ে যাই!







