সে এক রাত্রি
শ্রান্ত রুগ্ন
অপার যাত্রী
তুচ্ছে মগ্ন
কুয়াশাজড়িত
আঁধারের কাছে
মোহমায়াবশে
চেতনা সঁপেছে
বিলোল তানের
নাশকতা ভেবে
অবশ স্নায়ুকে
পেল সে নীরবে
নিযুত বাসনা
সত্তাকে ফুঁড়ে
জনহীন স্রোতে
দূরে, দূরে সরে
সেখানে যে আলো
বেদনাবিহিত
খুঁজে পেয়েছিল–
ক্ষমায় রচিত
ঋজু দীপশিখা
জীবনদাত্রী–
শোকেতাপে আঁকা
তুচ্ছ রাত্রি।।