ফটিকছড়িতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুক নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আজাদ (২৫) সন্দ্বীপ উপজেলার ৮ নং হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের ছেলে। তবে তিনি ফটিকছড়ির দাঁতমারায় শ্বশুরবাড়ির পাশে নিজে বাড়ি করে বসবাস করতেন। আজাদ দুই সন্তানের জনক এবং পেশায় একজন জাহাজ শ্রমিক। জানা গেছে, রাতে স্ত্রীর সাথে আজাদের ঝগড়া হয়। এরপর তিনি আলাদা রুমে চলে যান। সকালে পরিবারের লোকজন আজাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল হক। তিনি জানান, রাতে নিহতের স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছিল। সকালে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।












