কর্ণফুলীতে দ্রুতগামী বাসের চাপায় ফরিদুল আলম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ফরিদুল আলম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরিণখাইন গ্রামের পরশ মোহাম্মদের বাড়ির বাসিন্দা মো. এয়াকুবের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় একটি কুলিং কর্নার ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ফরিদুল আলম মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সেতুর ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও স্টাফরা পালিয়ে যায়।
ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।












