রাতে বাবার বাড়ি যেতে বের হন, ভোরে সড়কে মিলল নারীর লাশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সড়কের পাশ থেকে পা ও মাথা থেতলানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামকাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় রাস্তার ডান পাশ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারী রোজি আকতার (৫০) উপজেলার শিলক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের স্ত্রী। রাতের কোনো এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। থানা ও স্থানীয়রা জানান, গত বুধবার

রাত ৮টার দিকে রোজি আকতার তার বাবার বাড়ি উপজেলার মরিয়মনগর কালুগোট্টার উদ্দেশে বের হন। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কাপ্তাই সড়কের কাটাখালী আওসাফ কমিউনিটি সেন্টারের আনুমানিক ১০০ গজ আগে রাস্তার ডান পাশে তার পা ও মাথা থেতলানো অবস্থায় রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল তার বাবার বাড়ির কাছে হওয়ায় তাকে শনাক্ত করে পরিবার ও থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু ঘটে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।’ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী রুবেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধজুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল : এনসিপি