রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:০২ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় রহমত উল্লাহ (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে খুরুশকুলের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত রহমত ওই এলাকার দক্ষিণ পাড়ার আলতাজ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন। তিনি বলেন, প্রশাসনিক বাধা থাকায় পাহাড়খেকোরা রাতের আঁধারে পাহাড় কাটছিল। পরিবেশবাদী সংগঠন এনভায়রন পিপল-এর অভিযোগ, খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নের ২০টি পয়েন্টে এখন নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টরা তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

পূর্ববর্তী নিবন্ধলামায় থামছে না পাহাড় কাটা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা রাষ্ট্রের বিরুদ্ধাচারণ