রাতে নয়, দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে হবে

প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের অনুষ্ঠানে আজাদী সম্পাদক

আজাদী ডেস্ক | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, গতকাল নয়, আজকের দিনে দাঁড়িয়েই ভবিষ্যৎ গড়তে হবে। রাতের বেলা স্বপ্ন দেখা যাবে না। দিনের বেলা জেগে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে।

নগরীর উত্তর হালিশহরে প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় গতকাল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আজাদী সম্পাদক বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক অখণ্ড বাংলার প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। তিনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়াংয়ে পড়াশোনা করেন। তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাস করেন, তখন এই চট্টগ্রামে কোথাও ইলেকট্রিসিটি ছিল না। তিনি বার্মায় চাকরিরত ছিলেন। বার্মা থেকে উনাকে হায়ার করে এখানে এনে স্টেশন রোডে প্রথম ইলেকট্র্রিসিটি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব। দিদারুল ইসলাম দিদার ও লুৎফুরনাহার সায়মার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. মেজবাহ উদ্দিন তুহিন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল হাসান রুমি।

উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন, ইঞ্জিনিয়ার সৌরভ, ওমর ফারুক, কাজী সাঈদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফ আলম, প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ নাসির উদ্দীন, সেলিনা আক্তার, তফুরা বেগম ও মোহাম্মদ নাসিম।

পূর্ববর্তী নিবন্ধসংস্কারের আলাপ যত, সংকট তত : তারেক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা