অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা ৫ মাসে অনেক সংস্কার করেছি। আগামী বছরের শেষদিকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিব। আমরা ৫ মাসে কাউকে গুম বা আয়না ঘরে বন্দি করি নাই। রাজা বাদশা ধনী দরিদ্র সবার ভোটাধিকার সমান। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে রাতে নয় দিনেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবো। তিনি বলেন, ১৭ বছরের জঞ্জাল ৫ মাসে পরিষ্কার করা যাবে না। জোর করে ক্ষমতায় থাকার ইচ্ছে নেই। জন প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা চলে যাব। তিনি বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ ও টাকা চুরি করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। সরকারি জাকাত ফান্ডে ২৭ হাজার কোটি টাকা জমা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যা বিলি করলে দেশে ভিক্ষুক থাকবে না। তিনি বলেন, বাংলাদেশে ১৬ কোটি ৯৮ লক্ষ মানুষ আছে। এরমধ্যে ২ কোটি মানুষ মাদক সেবন করে। তন্মধ্যে ২ ভাগ অশিক্ষিত ১ ভাগ শিক্ষিত। এইসব মাদক বাজারে বিক্রি হয়। মাদকে প্রতিবছর ৯৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়। এই মাদক বিমান, সড়ক ও নৌ পথে পাচার হয়। এইসকল করে মানুষ বেহেশতে যাবে না। গত শুক্রবার সন্ধ্যায় চন্দনাইশের কাঞ্চনাবাদ ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূর্ব এলাহাবাদ ইসলাম প্রিয় তৌহিদি জনতার ব্যবস্থাপনায় উপজেলার রওশন হাট চত্বরে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন সার্জেন্ট (অব.) মো. মহিউদ্দিন, মাওলানা জমির উদ্দিন, খাদেমুল ইসলাম, আনোয়ার আযহারী, রিদওয়ানুল কাদীর, মুফতি হাসান মুরাদাবাদী, আব্দুর রহীম মুরাদাবাদী, হাফেজ নোমান জাহাঙ্গীর, হাফেজ তাহের আজিজী, মোহাম্মদ শোয়াইব, ইউসুফ মুরাদাবাদী, মো. রকিব, জাহেদুল ইসলাম, মো. আবছার, রাজু, আক্কাস, ওমর, নুরুল আবছার, এনাম, সাইফুল ইসলাম, নয়ন উদ্দিন, মো. শাহজাহান, মো. সিরাজ, আবদুল মান্নান প্রমুখ। একইদিন তিনি উপজেলার দোহাজারী আল বালাগ ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ধর্মের দৃষ্টিকোণে মাদকের ভয়াবহতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।