চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আসলে তিনি অফিসের তালা ভাঙা দেখতে পান। পরে সিসি ক্যামেরা চুরির বিষয়টি অবগত হন। বিদ্যালয়ে লাগানো চারটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি মনিটর চুরির পাশাপাশি ও ছয়টি তালা ভেঙে ফেলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৫ জানুয়ারি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল।












