রাতের আঁধারে লোহাগাড়ায় ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা নিয়ে গেল চোর

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আসলে তিনি অফিসের তালা ভাঙা দেখতে পান। পরে সিসি ক্যামেরা চুরির বিষয়টি অবগত হন। বিদ্যালয়ে লাগানো চারটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি মনিটর চুরির পাশাপাশি ও ছয়টি তালা ভেঙে ফেলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৫ জানুয়ারি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মানুষ আর মুখের উন্নয়ন চায় না : ডাঃ এটিএম রেজাউল
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার