রাউজানে আড়াই কানি আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ টন মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী প্রদীপ দাশ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভজন কৃষ্ণ দাশের ছেলে। গতকাল সোমবার দুপুর ২টায় প্রদীপ দাশ অভিযোগ করে বলেন, আমার পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা বিষ প্রয়োগ করে প্রায় ৪ টন মাছ মেরে ফেলেছে। এই ঘটনায় আমি রাউজান থানায় অভিযোগ দিয়েছি। আমি আরও ৩টি পুকুরে মাছ চাষ করেছি। সেগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য প্রদীপ দাশ তার বাড়ির পাশে ৫ বছরের জন্য ইজারা নিয়ে বিগত ৪ বছর যাবৎ মাছ চাষ করছেন। রাতে কে বা কারা বিষ ঢেলে আনুমানিক ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরা মাছ দেখে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ পেয়ে সোমবার দুপুর ২টার দিকে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বিষ প্রয়োগ করে এক পুকুর মাছ মেরে ফেলার অভিযোগ পেয়েছি। অভিযোগে কারো নাম উল্লেখ নেই। চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবদুল হককে তদন্তের দায়িত্ব দিয়েছি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কেউ জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।