সাতকানিয়ায় রাতের আধাঁরে একটি অব্যবহৃত পুকুরের পানির নির্দিষ্ট একটি অংশে লালচে–হলুদ রং ধারণ করেছে। পুকুরের পানির এমন রহস্যময় রং ধারণের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখার জন্য সেখানে ভিড় জমান। বিশেষজ্ঞরা বলছেন, মিথেন গ্যাসের কারণে পানির মধ্যে এমন আকার ধারণ করতে পারে। গতকাল শুক্রবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আবদুল জব্বারের মালিকানাধীন অব্যবহৃত একটি পুকুরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা লালচে–হলুদ রং ধারণ করতে দেখা গেছে। পুকুরের মালিক আবদুল জব্বারের নাতি মো. নাজিম উদ্দিন জানান, ৫/৬ বছর আগে পার্শ্ববর্তী একটি জায়গা ভরাট করার জন্য পুকুর খনন করে মাটি আনা হয়। পুকুরে বর্তমানে ৪/৫ ফুট পানি রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এতে করে আগুন জ্বলার স্থানে পানি লালচে–হলুদ রং দেখা যায়। একটানা প্রায় ৩ ঘন্টা এভাবে থাকার পর হঠাৎ আবার স্বাভাবিক হয়ে যায়। পুকুরের পানি রহস্যময় রং ধারণের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর আশপাশের এলাকার মানুষ দেখার জন্য পুকুর পাড়ে ভিড় জমায়। ছদাহা–কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ফরহাদুল ইসলাম জানান, পুকুরের পানি হঠাৎ লালচে–হলুদ রং হয়ে যাওয়ার খবর পেয়ে আমিও পুকুর পাড়ে যাই। এক পর্যায়ে আমি পুকুরে নেমে পানি লালচে–হলুদ রং ধারণ করা স্থান থেকে কাদা মাটি তুলে নিই। তখন সেখানকার পানির রং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সামান্য দূরে আবারো লালচে–হলুদ রং ধারণ করে। পরে সেখান থেকে কাদা মাটি তুলে নেয়ার পর পানি স্বাভাবিক হয়ে যায়। মুহূর্তের মধ্যে কাছাকাছি স্থানে পানি আবারো লালচে–হলুদ রং হয়ে যায়। দেখলে মনে হবে পানির ভিতরে আগুন জ্বলছে অথবা কেউ লাইট জ্বালিয়ে রেখেছে। কিন্তু বাস্তাবিক অর্থে সেখানে কোন লাইট ছিলনা। সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টা পর্যন্ত পানির রং লালচে–হলুদ বিশেষ বর্ণের দেখা যায়। এর পরে হঠাৎ করে পানির রং স্বাভাবিক হয়ে যায়।
এক বিশেষজ্ঞ জানান, মিথেন গ্যাসের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ হিসেবে পুকুরের পানিতে আগুন জ্বলতে দেখা গেছে। আগেকার সময়ে এ ধরনের আগুনকে মানুষ ভূতের আলো বলতো। বাস্তবতা হলো মিথেন গ্যাসের কারণে এমনটা হয়েছে। তিনি আরো জানান, অবহৃত মজা পুকুরে এ ধরনের হতে পারে। পুকুরের পানিতে আগুন জ্বলার স্থানে যদি বার বার আগুন জ্বলে এবং বুঁদবুঁদ করে পানি উঠে তাহলে ধরে নিতে হবে সেখানে মিথেন গ্যাস আছে। আর যদি আগুন না জ্বলে এবং বুঁদবুঁদ না উঠে তাহলে সেখানে সঞ্চিত গ্যাস থাকবেনা। তবে আগুন জ্বলার বিষয়টি মিথেন গ্যাসের কারণে হয়েছে।