লোহাগাড়ার পদুয়ায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে মাটি সংগ্রহ করে মজুদ করায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সেভেন বিএম নামে এক ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের লিটন দাশ সুধাংশুর পুত্র দেবাশিষ দাশ রাজু (৩৭) ও রাঙ্গুনিয়া উপজেলার লালানগরের মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ সোলাইমান (৩৪)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে ইট প্রস্তুত করার জন্য ভাটায় মাটি মজুদ করার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসার নাজির বজলুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।