রাতের আঁধারে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে মজুদ

লোহাগাড়ায় ইটভাটার ম্যানেজারসহ দুই জনের কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে মাটি সংগ্রহ করে মজুদ করায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সেভেন বিএম নামে এক ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের লিটন দাশ সুধাংশুর পুত্র দেবাশিষ দাশ রাজু (৩৭) ও রাঙ্গুনিয়া উপজেলার লালানগরের মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ সোলাইমান (৩৪)

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে ইট প্রস্তুত করার জন্য ভাটায় মাটি মজুদ করার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ইটভাটার ম্যানেজারসহ দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসার নাজির বজলুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধআইওয়াইসিএম চট্টগ্রামের উদ্যোগে ইয়ুথ লিডারদের মুক্ত আলোচনা
পরবর্তী নিবন্ধসাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেপ্তার