যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেওয়া ত্রাণ আনতে সংকোচবোধ করছেন রাতের আঁধারে তাদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। গত শুক্রবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, শুক্রবার রাতে হালিশহর, মেহেদীবাগ, ২নং গেট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ কয়েকটি জায়গায় ৩০ জনকে ত্রাণ দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরের কয়েকটি এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেওয়া ত্রাণ নিতে সংকোচবোধ করছেন, তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমে ত্রাণের কথা জানাচ্ছেন। তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘লকডাউন’ শুরু হওয়ার দিন থেকেই রাতে অসহায় ও দুস্থদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছি। কিছু মানুষ আছে কাজ না থাকায় অভাবে পড়ে জেলা প্রশাসক মহোদয়ের নাম্বারে ফোন দিয়ে ত্রাণ চাচ্ছেন। আর চাওয়ার পরপরই তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। ফলে মানুষের মুখে হাসি ফুটছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।










