রাউজানের কদলপুর ইউনিয়নের কৃষক জসিম উদ্দিন। বাড়ির কিছুটা দূরত্বে নানা জাতের সবজি ক্ষেত করেছিলেন জীবন জীবিকার তাগিদে। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এই কৃষকের ৮০ শতক জমিতে রোপণ করা সব সবজি চারা কটে দিয়েছে। ইউনিয়নের শমসের পাড়ার বাসিন্দা কৃষক জসিম গতকাল তার ক্ষেতের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, ৪ লাখ টাকা ঋণ নিয়ে নানা জাতের সবজি ক্ষেত করেছিলাম। বেড়ে উঠা ক্ষেত আমার বুকে আশার সঞ্চার করেছিল। কিন্তু কেন, কী কারণে, কারা আমার এত বড় এই সর্বনাশ করেছে বলতে পারছি না। আমি এর বিচার আল্লাহর কাছে দিলাম। এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। ক্ষতিগ্রস্ত কৃষক লিখিত অভিযোগ দিলে ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।












