ঢাকা টেস্টে হারের ধকল কেটে না উঠতেই উড়াল দিতে হলো বাংলাদেশ দলকে। গত রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশ দল। দেশটিতে সাত দিনের কোয়ারেন্টাইন করতে হবে মোমিনুলদের। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে। আগামী ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। দুই টেস্টের শেষ ম্যাচটি শুরু হবে আগামী ৯ জানুয়ারী। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। নিউজ্যিলান্ড সফরের গত ৪ ডিসেম্বর ১৮ সদস্যেল দল ঘোষনা করেছিল বাংলাদেশ। সে দলে ছিলেন সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত কারন দেখিয়ে নিউজিল্যান্ড সফল থেকে সরে দাড়িয়েছেন সাকিব। তার জায়গায় নেওয়া হয়েছে ফজলে রাব্বিকে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করার পুরস্কার পেলেন ফজলে মাহমুদ রাব্বি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। গত মাসে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ১১ ইনিংসে ৬০.৩০ গড়ে ৬০৩ রান করেন মাহমুদ। একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন রাব্বি। টেস্ট দলে প্রথমবার জায়গা পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নন তিনি। ২০১৮ সালে সাকিব আল হাসানের অনুপস্থিতিতেই খেলেছিলেন দুটি ওয়ানডে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজ অবশ্য তার দুঃস্বপ্নের মতো কেটেছিল। দুই ম্যাচ খেলেও খুলতে পারেননি রানের খাতা। দুবারই আউট হয়েছিলেন শূন্য রানে।