হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেজন্য সহযোগিতা করবে বিএনপি। এ লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে রাতদিন পাহারার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম বিভাগে এই টিম গঠনে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে। গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ দায়িত্ব দেয়া হয়। এতে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন মাহবুবের রহমান শামীম।
এদিকে বিএনপি থেকে মাহবুবের রহমান শামীমকে সমন্বয়ক–এর দায়িত্ব দিয়ে ইস্যু করা চিঠিতে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়েছে। এতে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অনুষ্ঠেয় হিন্দু সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্খিত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে– সে বিষয়ে সামপ্রদায়িক সমপ্রীতি ও সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। যাতে পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কোনো অপতৎপরতা চালাতে না পারে। স্ব স্ব এলাকায় হিন্দু সমপ্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে, শান্তি ও স্বস্তি সহকারে উৎসব পালন করতে পারে সেজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।
এতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগরের আওতাধীন প্রত্যেক উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রত্যেক পূজামণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ স্ব স্ব বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
মাহবুবের রহমান শামীম আজাদীকে বলেন, চট্টগ্রাম বিভাগে আমাদের ১০টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রতি জেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বসব। সবার সঙ্গে আলোচনা করে পূজোমণ্ডপগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য যা যা করা দরকার তা করব। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আমরা আলোচনা করব।









