রাতআপ সীতাকুণ্ড শাখার ফ্রি সেচ্ছায় রক্তদান উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৪৮ অপরাহ্ণ

পবিত্র রবিউল মাসে প্রিয় নবীজির (সা.) আগমনী দিন স্মরণে গতকাল শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুণ্ড শাখার উদ্যোগে আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান উৎসব ও ওয়াজ মাহফিল সীতাকুণ্ড কদমরসুল সদর আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেডনেক সার্জারি ডা. মোহাম্মদ রোবীন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর সাদেক শাহ্‌ (মাজিআ)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন রাতআপ সীতাকুণ্ড শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন শরিফ। রাতআপ কেন্দ্রীয় নেতা সৈয়দ মোসলেহ উদ্দিন সুজনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম রসুল নিউ যুব সাথী ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের এলামনাই মেম্বার ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম (শাহ মিডু), রেড ক্রিসেন্ট সোসাইটির ডাঃ মোঃ জসিম উদ্দিন, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলনা মুফতি তানভীরুল ইসলাম, সৈয়দ আবু সুফিয়ান রুবেল, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ আবু মোস্তফা সুমন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ডাম্পিং প্ল্যান্ট স্থাপনের জন্য কেনা হবে ১ একর ২০ শতক জায়গা
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাগ উপহার দিল এপেক্স ক্লাব অব পটিয়া