রাতআপ বাকলিয়া শাখার ছুফি বৈঠক

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) বাকলিয়া শাখার মাসিক ছুফি বৈঠক গত বৃহস্পতিবার রাতে নগরীর মিয়াখাননগরস্থ খানখায়ে রাহে ভাণ্ডারে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। বৈঠকে নবগঠিত রাতআপ বাকলিয়া শাখার নেতৃবৃন্দ সবাইকে স্বাগত জানান। পরে মাইজভাণ্ডারী রীতি অনুযায়ী ছেমা মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার চট্টগ্রামবাসীর সাথে বিমাতাসুলভ আচরণ করছে
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে মালদ্বীপের হাইকমিশনার