রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

আজাদী অনলাইন | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৫:৪৮ অপরাহ্ণ

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা গেছেন।
রাণী এলিজাবেথ তার প্রিয় স্বামী ডিউক অভ এডিনবরার মৃত্যুর কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বাকিংহাম প্যালেস জানায়, প্রিন্স ফিলিপ আজ সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, “তিনি অসংখ্য তরুণের জীবনকে উৎসাহিত করেছেন।”
ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী আরো বলেন, “তিনি রাজপরিবারকে পথ চলতে সাহায্য করেছেন যেন এটি বিতর্কের উর্ধ্বে থেকে আমাদের জাতীয় জীবনের ভারসাম্য এবং সুখে অপরিহার্য থাকতে পারে।”
প্রিন্স ফিলিপ এলিজাবেথ রাণী হওয়ার ৫ বছর আগে ১৯৪৭ সালে তাঁর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তিনি ছিলেন ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়ের জন্য রাজকীয় স্বামী।
এক মাস চিকিৎসা গ্রহণ শেষে গত মার্চ মাসে হাসপাতাল থেকে ফিরেছিলেন ডিউক অভ এডিনবরা প্রিন্স ফিলিপ।

পূর্ববর্তী নিবন্ধ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় চট্টগ্রামে এলো ৩ লাখ ৬ হাজার ডোজ