রাঙ্গুনিয়ায় একটি দোকানের দেয়াল ভেঙে নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোর চক্র। গতকাল বুধবার উপজেলার রাজানগর ইউনিয়নের বৃহত্তর রাণীরহাট বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাণীরহাট বাজারের হাজী লালমিয়া মার্কেটের দ্বিতীয় তলায় মো. রানা নামে এক ব্যবসায়ী মোবাইল সার্ভিসিং ও টেলিকমের ব্যবসা করে আসছেন।
প্রতিদিনের মত মঙ্গলবারও কাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। রাতের কোনো এক সময় চোরচক্র দোকানের ঢেউটিন খুলে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, নতুন-পুরাতন মোবাইল সেটসহ ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। সকালে দোকান খুলে চুরির বিষয়টি প্রত্যক্ষ করে ওই ব্যবসায়ী। দোকানের টিন ও দেয়াল ভাঙা দেখতে পান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে রাণীরহাট বাজারে সম্প্রতি একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ। উদ্বেগ জানিয়ে রাজানগর-রানীরহাট জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী বলেন, রাণীরহাটে পুলিশ বিট সরিয়ে নেওয়ার পর থেকে বাজারে চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মিল্কী বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।