রাজের সাথে সম্পর্ক ছিন্ন করে বাসা থেকে বেরিয়ে এসেছি : পরীমনি

আজাদী অনলাইন | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ২:৫৯ অপরাহ্ণ

বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল রাজ-পরীর নতুন জীবন। দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বিয়ের বছর না ঘুরতেই এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) মাঝরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে নিজের ফেইসবুকে এক পোস্ট দেন তিনি। শুক্রবার রাত ১২টা ৪৩ মিনিটে দেওয়া এ পোস্টে পরীমনি লেখেন, “হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! “আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।”

তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয়। জানা গেছে, তার শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরীমনি।

এবিষয়ে পরীমনি জানান, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তাঁর আরও বক্তব্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

এর আগে ২২ ডিসেম্বর পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে পরীকে হাতের আঙুলে ব্যাথা পাওয়ার মতো অবস্থায় দেখা যায়। পরী সেই ছবির ক্যাপশন দিয়েছিলেন গিফট।

বিষয়টি নিয়ে কেউ কোনো কথা না বললেও গুঞ্জন আছে, পরীর আঙুলে সেই আঘাত রাজের কারণেই।

পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপড়েন চলছিল। গত ৯ নভেম্বর দেয়া এক ফেসবুক পোস্টে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির উদ্দেশে পরী লিখেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি! এরপরের লাইনে ক্ষোভ ঝাড়েন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ওপর। মিমের উদ্দেশে পরী লিখেন, ‘নিজের জামাইকে নিয়েই সন্তষ্ট থাকা উচিত ছিল।

আর সর্বশেষ লাইনটা স্বামী শরিফুল রাজের উদ্দেশে লেখেন পরী। তিনি লেখেন, এটা এতোদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।

এরপর শোবিজ অঙ্গনে বিতর্কের ঝড় উঠলে গত ১১ নভেম্বর আরেকটি ফেসবুক স্ট্যাটাসে বর্তমান সময়ের ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিমের সাথে রাজকে জড়িয়ে নানা অভিযোগ আনেন পরী। বলেন, এখন তোমাদের (রাজ-মিম) ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত-ও মৃত্যু শুন্য দিন
পরবর্তী নিবন্ধসাংবাদিক মারধরের ঘটনায় জড়িতরা শিগগিরই গ্রেফতার হবে: তথ্যমন্ত্রী