রাজা চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক

| শনিবার , ৬ মে, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা ও রাণীর সিংহাসন আরোহণ পূর্ব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটেনের নতুন রাজা ও রাণীর সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নেন।

এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে গতকাল শুক্রবার বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। খবর বাংলানিউজের।

পরে একই স্থানে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটশ রাজা তৃতীয় চার্লস। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা কমনওয়লথ চেয়ারম্যান ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা ও রাণীর রাজ্যভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধী অবস্থান সুস্পষ্ট করেছেন ফখরুল : কাদের
পরবর্তী নিবন্ধ৭৮৬