রাজামিয়া এন্ড সন্সে বাজাজ সিএনজি হস্তান্তর উৎসব

| সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:২৯ পূর্বাহ্ণ

গত ১৩ মে চট্টগ্রাম বিআরটিএ কর্তৃক ১০০৫ টি সিএনজি অটোরিক্সার স্ক্র্যাপ সম্পন্ন হয়েছে। সে উপলক্ষে রাজা মিয়া এন্ড সন্সে ২০০৫ মডেলের সিএনজি অটোরিকশা রিপ্লেসম্যান্টেকারি মালিকদের জনপ্রিয় নতুন বাজাজ আরই সিএনজি হস্তান্তর উৎসব অনুষ্ঠিত হয়। উত্তরা মোটরস লিমিটেড চট্টগ্রাম শাখার ডিজিএম শাফাকাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন তোফাজ্জল হোসেন, এজিএম হেড অফ সেল (ত্রিহু) ও রাজা মিয়া এন্ড সন্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রাজা মিয়া কোম্পানি। তাদের হাতেই প্রথম গ্রাহক প্রহর পালের পক্ষে গাড়ির চাবি গ্রহণ করেন উত্তর কাট্টলীর সুধীর কান্তি দাশ। প্রতিষ্ঠানের কর্নধার নিজাম উদ্দীন বলেন, বাজাজ সিএনজি কিনতে আমরা স্বল্প সুদে, সর্বনিম্ন ডাউনপেমেন্টে ও অল্প বিনিয়োগে আর্থিক অসচ্ছল কোম্পানী ও ড্রাইভারদের জন্য আমরা ঋণ সুবিধা দিচ্ছি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের সেলস ও মার্কেটিং রিয়াজুল ইসলাম ও অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জালাল উদ্দীন, মো. জাফর, আব্দুল হাই, মাসুদ কোম্পানি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটে কচুর লতি বিক্রি করছেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক!
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল