শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আরও ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি পেয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত কিন্তু পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
কলম্বো ও সিঙ্গাপুরের পৃথক এ সূত্রদ্বয় রয়টার্সকে জানিয়েছেন, ব্যক্তিগত সফরে দুই সপ্তাহ আগে সিঙ্গাপুরে আসা রাজাপাকসের জন্য ইস্যু করা স্বল্পমেয়াদী ভ্রমণ পাসের মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর ফলে রাজাপাকসে ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করতে পারবেন।