রাজাখালী মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভা

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

পেকুয়ার রাজাখালী বিইউআই কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাহবুবুল হক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ছরওয়ার আলম। অন্যান্যদের নাম ঘোষণা করেন শিক্ষক মুহাম্মদ আলী জাফর সাদেক। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এজেএম গিয়াসুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এটিএম শামসুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের এসএভিপি মুহাম্মদ নাছির উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিকনিক কমিটির আহ্বায়ক মাস্টার শওকত আলম। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার মুহাম্মদ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ আলী জাফর সাদেক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এহছানুল হক, অর্থ সম্পাদক বিএসআরএম কর্মকর্তা শাহনেওয়াজ মাহমুদ শিবলী, সহসভাপতি শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইনসহ ৬ জন, যুগ্ম সম্পাদক শিক্ষক এএসএম বশিরসহ ৬ জন, আইন সম্পাদক এড. আবদুল আলীম, সাহিত্য সম্পাদক শিক্ষক রায়হান আজাদ, আইসিটি সম্পাদক মুহাম্মদ জাফরুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক মুহাম্মদ শাহাব উদ্দিন, অফিস সম্পাদক শিক্ষক মুহাম্মদ গোফরানুল কবির, ছাত্রকল্যাণ সম্পাদক শিক্ষক মো. নুরুল কাদের, স্বাস্থ্য সম্পাদক মুহাম্মদ আলী রেজা বাকের, প্রবাসীকল্যাণ সম্পাদক আবু নাসের, সমাজকল্যাণ সম্পাদক এনজিও কর্মকর্তা দেলোয়ার হোসাইন আল মামুন, পাঠাগার সম্পাদক শিক্ষক সফিউল আলম প্রমুখ। সভায় মাদ্রাসার ৭৫ বছর পূতি উদযাপনে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল