পেকুয়ার রাজাখালী বহুমুখি বেশারতুল উলুম ইসলামিয়া (বিইউআই) কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আলোচনা সভা শনিবার (৭ ডিসেম্বর) বিকালে নগরীর জিইসির একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আলী জাফর সাদেক, শিক্ষক গোফরানুল কবির, শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক শাহাব উদ্দিন, প্রবাসী ইদ্রিস মোবারক, সাংবাদিক এহছানুল হক, বিএসআরএম‘র কর্মকর্তা শাহনেওয়াজ মাহমুদ শিবলী, এনজিও কর্মকর্তা দেলোয়ার হোছাইন আল মামুন, শিক্ষক শরিফুল ইসলাম নোমানী প্রমুখ। সভায় মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী, বনভোজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং আগামী ১৪ ডিসেম্বর এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।
এজন্য শনিবার বিকাল ৪টা বাওয়া স্কুলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।