রাজাখালীর নুরুল হোসেন অস্ত্রসহ বাঁশখালী থানা পুলিশের জালে

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ১:১৫ অপরাহ্ণ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার নুরুল হোসেন নামে একজনকে অস্ত্রসহ বাঁশখালী থানা পুলিশ গ্রেফতার করেছে।

২১ জুন (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদের নির্দেশে এসআই মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পুঁইছড়ি ইউপির দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণে জন্নাত এ্যাগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া নুরুল হোসেন (৫২) নামে এক আসামিকে একটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নুরুল হোসেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের ৩নং ওয়ার্ডস্থ (আলী হোসেন এর বাড়ীর) মোঃ শফিকুর রহমানের পুত্র বলে জানিয়েছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমেদ জানান, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান