রাজাখালীতে ঝুটের গুদামে আগুন

ফিশারিঘাটে তুলা ভর্তি ড্রাম পুড়ে ছাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে গতকাল সোমবার রাতে ও বিকেলে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতুর রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় একটি ঝুটের গুদাম ও বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।

স্থানীয়রা জানান, এখানে ঝুটের গুদামের পাশে বস্তিও রয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং আশপাশের কমিউনিটি সেন্টার, বিভিন্ন কারখানা ও গুদামেও আতংক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাজাখালী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসালাম বলেন, রাজাখালী এলাকায় রাজবাড়ি কমিউনিটি সেন্টারের পেছনে রাত সাড়ে ১০টায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফিশারী ঘাটে তুলা ভর্তি ড্রামে আগুন: এদিকে বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে নগরীর নতুন চাক্তাই কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারী ঘাট এলাকায় ট্রলারে তোলার জন্য মজুত করা তুলা ভর্তি অর্ধশত ড্রামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় সবগুলো ড্রাম এবং তুলা পুড়ে গেছে

বলে জানার ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৩টা ২৫ মিনিটে নতুন ফিশারী ঘাটে মজুত করা তুলা ভর্তি ড্রাম গুলোতে আগুন লাগে। খবর পেয়ে রাজাখালী লামার বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ২টি ঘাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাজাখালী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসালাম আজাদীকে বলেন, চাক্তার কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারী ঘাট এলাকায় ট্রলারে তোলার জন্য ৪০৫০টি তুলা ভর্তি ড্রাম ঘাটের কাছে মজুত করেছি। সেখানে বিকাল ৩টা ২৫ মিনিটে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রাজাখালী লামার বাজার স্টেশন থেকে ২টি ঘাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৪টায় আগুন নির্বাপন করি। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসালাম বলেন, আগুনে তুলা ভর্তি সব ড্রাম পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি এবং কেউ বলতে পারেনি। আগুনে প্রায় ১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধ৮ ঘণ্টা তালাবদ্ধ ছিল চবির প্রশাসনিক ভবন