রাজস্ব নীতির সাথে সমন্বয় করে মুদ্রানীতি করা হলে অর্থনীতির জন্য ফলপ্রসূ হবে

সিবিসির অনুষ্ঠানে অধ্যাপক ড. সেলিম উদ্দিন

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৪ পূর্বাহ্ণ

আইসিএমএবি’র চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) উদ্যোগে ‘বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিএকটি মূল্যায়ন’ বিষয়ক সিপিডি অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি সিএমএ চট্টগ্রামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রদীপ পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিএমএবি এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। সেশন চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. . এইচ. এম সলিমুল্লাহ। রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিবিসি’র সেক্রেটারি মো: রকিবুল ইসলাম মৈশান।

. সেলিম উদ্দিন বলেন, রাজস্ব নীতির সাথে সুষম সমন্বয় সাধন করে যদি মুদ্রানীতি প্রণয়ন করা হয় তবে তা আমাদের অর্থনীতির জন্য খুবই ফলপ্রসূ হবে।

অনুষ্ঠানে চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র ফেলো ও এসোসিয়েট সদস্যগণ এবং চট্টগ্রাম শাখার সিনিয়র শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। পরেসিবিসি’র ভাইসচেয়ারম্যান মোহাম্মদ শাহীদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী এবং মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক
পরবর্তী নিবন্ধরাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন বন্ধের দাবি