চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে কর অঞ্চল–৩, চট্টগ্রাম। গতকাল বুধবার আগ্রাবাদ সিজিও বিল্ডিং–২ এ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কর অঞ্চল–৩, চট্টগ্রামের নবাগত কমিশনার মো. আবদুস সোবহান এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, কর দিয়ে দেশের উন্নয়নে শরিক হওয়া যায়, তাই করদাতাদের কর প্রদানে সর্বাত্মক সহযোগিতা করতে এ বিভাগের কর্মকর্তা–কর্মচারিরা সেবামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। এর সুবাদে টিআইএনধারীর সংখ্যা ও রাজস্ব আদায় বাড়ছে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে আয়কর কর্মকর্তা–কর্মচারীরা সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অভ্যন্তরীণ রাজস্বের ক্ষেত্রে আয়কর একটি বড় খাত উল্লেখ করে তিনি আরো বলেন, এর মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান এবং মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হচ্ছে। এছাড়া আমাদের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের বিপুল সম্ভাবনা রয়েছে এবং ক্রমবর্ধমান রাজস্ব চাহিদা মেটাতে করনেট সমপ্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে মাঠ পর্যায়ে বিভিন্ন দল কাজ করছে। বাংলা ভাষায় আয়কর আইন–২০২৩ কার্যকর করায় করদাতারা সহজেই নিজের রিটার্ণ নিজেই তৈরি করতে পারছেন। যা আয়কর খাতকে গতিশীল করবে। একই সাথে করদাতাদের শতভাগ সেবা নিশ্চিত করার জন্য সার্কেল কর্মকর্তাদের নিয়ে তিনি কাজ শুরু করেছেন। এদিকে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী করদাতাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।