চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোর্ট রোডে সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নুর উদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আকবর আলী। সভায় বক্তারা বলেন, দলিল লেখকরা সরকারি রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে দলিল লেখকদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলিল লেখকগণ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। অন্য পেশার লোকজন এসে তাদের অধিকার হরণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, আবুল কাশেম আজাদ, সৈয়দ মো. আবু তালেব, বিভাগীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এম মোক্তার আহাম্মদ, মো. ইউনুছ, সাবেক সভাপতি সামশুল আলম, আহম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ মাহবুবুল আলম, রনজিত দাশ ও মানিক লাল বিশ্বাস।
বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আইয়ুব, সহসভাপতি জাহাঙ্গীর আলম, মো. এরশাদ উদ্দিন, এম এ নেওয়াজ, দীপাংকর আচার্য্য, মামুনুর রশিদ, শহিদুল ইসলাম, মো. হাসান, আলমগীর হোছাইন, মো. মঈনুদ্দিন খান, এস এম হারুন, মো. সেলিম উদ্দিন, অমল কান্তি দাশ ও আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, মো. আকবর, সুমন মজুমদার, কাজী মো. রোকনুজ্জামান, সিরাজুল ইসলাম হৃদয়, জয়নাল আবেদীন হিরু, বখতেয়ার আহমেদ, আবু আলমগীর, দিদারুল আলম, জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।