চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার তাপস কুমার রায়ের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদায়ী চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার তাপস কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান, চান্দগাঁও সাব রেজিস্ট্রার গাজী আবদুল করিম, রেকর্ড সাব রেজিস্ট্রার আবু তাহের মো. মোস্তফা। বক্তব্য রাখেন- এম. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আকবর আলী, মাহবুবুল আলম বাহার, জাহাঙ্গীর আলম সিকদার, প্রশান্ত কুমার সরকার, জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন- তমিজ উদ্দিন চৌধুরী, এরশাদ উদ্দিন, সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. আকবর, মো. ফোরকান, কাজী মো. রোকনুজ্জামান, জয়নাল আবেদীন হিরু, সুমন মজুমদার, সিরাজুল ইসলাম হৃদয়, হাজী মনির উদ্দিন, মো. শাহজাহান ও মো. সিরাজুল আলম।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির পক্ষ থেকে বিদায়ী চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার তাপস কুমার রায়কে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দলিল লেখকদের পেশাগত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে পেশা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারী রাজস্ব আদায়ে দলিল লেখকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।