রাজস্থলীতে বন বিভাগের অভিযানে ঈগল পাখি উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটি রাজস্থলী উপজেলার গভীর অরণ্য থেকে বিরল প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সোমবার সকালে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে গহীন অরণ্য থেকে এ ঈগল পাখিটি উদ্ধার করা হয়। বন বিভাগের সূত্র অনুযায়ী, সোমবার সকালে পাহাড়ি এক শিকারী ঈগলটি কে ধরে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী ব্যক্তি পাখিটিকে রেখে পালিয়ে যান।

পরে বন বিভাগ কর্তৃপক্ষ ঈগল পাখি উদ্ধার করে নিয়ে আসে রাজস্থলী সদর রেঞ্জে। পাখি টিকে চট্টগ্রাম ওয়াল লাইফ ডিবিশনের ডুলাহাজারা সাফারী পার্কে অবমুক্ত করা হবে। এছাড়া বন্যপ্রানী উদ্ধারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম ওয়াল লাইফ ডিবিসনের কর্মকর্তা বন্যপ্রাণী জীব বৈচিত্র সংরক্ষক কর্মকর্তা নুরজাহান।

এবিষয়ে রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা শাহীন মিয়া জানান, উদ্ধার হওয়া ঈগল পাখিটি ২০১৫ সাল অনুযায়ী ডাউন কালার লিস্টে থাকা বিরল প্রজাতির প্রাণী।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে ভাতা কেড়ে নিয়ে নেতারাই খেয়ে ফেলবে
পরবর্তী নিবন্ধশুধু পুঁথিগত পড়াশুনায় মেধার বিকাশ ঘটানো অসম্ভব