রাজস্থলীতে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। স্থানীয় কার্বারী (গ্রাম্য প্রধান) শান্ত তনচংগ্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্কন তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে পা দেওয়ার সময় তার মাথার উপর বজ্রপাত হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইন পাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। নিক্কন রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনা শুনেছি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘উচ্চ পর্যায়ের’ তদন্ত কমিটি করার নির্দেশ হাই কোর্টের
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ