রাজস্থলীতে দগ্ধ দোকানি মারা গেলেন ৩ দিন পর

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাঙামাটির রাজস্থলী বাজারের ব্যবসায়ী দীপংকর দাশ (৪০) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজস্থলী উপজেলার মহব্বত পাড়ার মৃত অমল দাশের পুত্র। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে আটটায় তার নিজস্ব চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তিনি আগুনে ৯০ শতাংশ পুড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করার পর তিন দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপংকরের। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাতে মারা যান তিনি। তার মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা অসহায় হয়ে পড়েছেন, এমনটায় জানিয়েছেন নিহতের বড় ভাই শংকর দাশ। তিনি বলেন, রবিবার ধর্মীয় কাজ সম্পদান শেষে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে। এর অগে রবিবার সকালে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে করে দীপংকর দাশের মৃতদেহ নিজ বাড়ীতে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধদিনে শ্রমিকের কাজ, রাতে ডাকাতি
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা কান্তিময় ঘোষ